হাজার মেইল মেপে কংগ্রেস-বিজেপির সঙ্গে তৃণমূলের দূরত্ব আঁকলেন সুব্রত
কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গতকাল বিজেপির সঙ্গে তৃণমূলের গোপণ সমঝোতার অভিযোগ করেছিলেন রমেশ। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির বক্তব্য, কংগ্রেস ও বিজেপির থেকে হাজার মাইল দূরে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলছেন, নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন রাজ্যেরই এক মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গতকাল বিজেপির সঙ্গে তৃণমূলের গোপণ সমঝোতার অভিযোগ করেছিলেন রমেশ। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির বক্তব্য, কংগ্রেস ও বিজেপির থেকে হাজার মাইল দূরে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলছেন, নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন রাজ্যেরই এক মন্ত্রী।
জয়রাম রমেশ বলেছিলেন, হাওড়া লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে গোপণ সমঝোতায় প্রার্থী তুলে নিয়েছিল বিজেপি। এক ধাপ এগিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বললেন, পঞ্চায়েত ভোটেও বিজেপি-তৃণমূলের গোপণ সমঝোতা হয়েছে। রাজনাথ সিংয়ের কলকাতা সফরকেও কটাক্ষ করতে ছাড়েননি সেলিম।