সিপিআইএমের পার্টি অফিসে তৃণমূলের আক্রমণ
বেলেঘাটায় সিপিআইএমের রাসমণি বাজার আঞ্চলিক কমিটির কার্যালয়ে হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। এ ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ, আজ রাত সাড়ে আটটা নাগাদ জনা ৪০ সশস্ত্র দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। মারধর করা হয় দলের জোনাল কমিটির সদস্য অমল খাটুয়াকে। হামলায় আহত হন আরও দুই সিপিআইএম কর্মী।
বেলেঘাটায় সিপিআইএমের রাসমণি বাজার আঞ্চলিক কমিটির কার্যালয়ে হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। এ ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ, আজ রাত সাড়ে আটটা নাগাদ জনা ৪০ সশস্ত্র দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। মারধর করা হয় দলের জোনাল কমিটির সদস্য অমল খাটুয়াকে। হামলায় আহত হন আরও দুই সিপিআইএম কর্মী।
এরপর দুষ্কৃতীরা এলাকার আরও কয়েকটি সিপিআইএম সমর্থকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। পাঁচু দাস নামে এক সিপিআইএম সমর্থকের বাড়ির সামনে দুষ্কৃতীরা শুন্যে গুলিও ছোঁড়ে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিপিআইএম নেতা মানব মুখার্জি। তিনি বলেন, দশই ফেব্রুয়ারি সিপিআইএমের কলকাতা জেলা কমিটির ডাকে শহিদ মিনারে জমায়েত।
তার আগে সিপিআইএম কর্মী সমর্থকদের সন্ত্রস্ত করার জন্যই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা।