ব্যস্ত সময়ে শিয়ালদায় ট্রেনে বড় গন্ডগোল, ব্যাহত পরিষেবা

দিনের ব্যস্ত সময়ে রেল পরিষেবা ব্যাহত শিয়ালদায়

Updated By: Jun 1, 2018, 01:50 PM IST
ব্যস্ত সময়ে শিয়ালদায় ট্রেনে বড় গন্ডগোল, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : দিনের ব্যস্ত সময়ে রেল পরিষেবা ব্যাহত শিয়ালদায়। প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল বিঘ্নিত শিয়ালদা দক্ষিণ শাখায়। দেরিতে চলছে বহু ট্রেন। যার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন, দিনের আলোয় জেলাশাসকের দফতরের ভিতরে ধরা পড়ল এই ২ ব্যক্তির 'কুকীর্তি'র ছবি!

জানা গেছে, এদিন প্ল্যাটফর্মে ঢোকার সময় ভেঙে যায় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকালের প্যান্টোগ্রাফ। যার জেরেই বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ১০ নম্বর প্ল্যাটফর্মে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তত্পর কর্তৃপক্ষ।

আরও পড়ুন, সন্ধ্যায় মেয়েকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ, রাতে জামাইয়ের ফোনে জানা গেল সব শেষ!

.