মেট্রোর কাজের জন্য বন্ধ হচ্ছে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ, যানবাহন ঘোরানো হল এই পথে

যানবাহন চলাচলে এই বিধিনিষেধ মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে

Updated By: Mar 30, 2022, 05:03 PM IST
মেট্রোর কাজের জন্য বন্ধ হচ্ছে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ, যানবাহন ঘোরানো হল এই পথে

নিজস্ব প্রতিবেদন: মেট্রো রেলের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ারে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ। আগামী ১ এপ্রিল অর্থাত্ শুক্রবার রাত দশটা থেকে বন্ধ হবে রাস্তার ওই পঞ্চাশ মিটার অংশ। এটি ফের খুলে দেওয়া হবে মেট্রোর কাজ শেষ হলে। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। এর জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন। 

নির্মল চন্দ্র স্ট্রিটে দক্ষিণমুখি যানবাহন

## বি বি গাঙ্গুলী স্ট্রিট থেকে দক্ষিণমুখি ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪/বি, ২১৭এ রুটের বাসগুলি নির্মল চন্দ্র স্ট্রিট ও বি বি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং থেকে সি আর অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

## নির্মল চন্দ্র স্ট্রিট ধরে আসা হালকা যানগুলিকেও একই পথে যাবে।

নির্মল চন্দ্র স্ট্রিটে উত্তরমুখি যানবাহন

## লেনিন সরনী থেকে উত্তরমুখি ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪/বি, ২১৭এ রুটের বাসগুলিকে জে এল নেহরু-লেনিন সরনী ক্রসিং থেকে সি আর অ্যাভিনিউ-কলুটোলা স্চ্রিট-কলেজ স্ট্রিট ধরে যাবে।

## নির্মল চন্দ্র স্ট্রিট ধরে উত্তরমুখি ছোট গাড়িগুলি তাদের পুরনো রুটেই চলবে।

ট্রাম চলাচল

আগামী ১ এপ্রিল থেকে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে চলা ট্রামের যাতায়াত বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করা হতে পারে। 

যানবাহন চলাচলে এই বিধিনিষেধ মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে। 

আরও পড়ুন-কেন্দ্রের হস্তক্ষেপের দাবি! রামপুরহাটকাণ্ডে নাড্ডাকে রিপোর্ট বিজেপির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.