২১ জুলাই-এর ভিড় এড়িয়ে কী করে গন্তব্যে পৌঁছবেন?

তৃণমূলের শহিদ দিবস ২১ জুলাই। ভিক্টোরিয়া হাউসের সামনে শাসকদলের বিশাল সমাবেশ। যানজটে শহর অচল হওয়ার সম্ভাবনা। তবু রাস্তায় তো বেরোতেই হবে।

Updated By: Jul 20, 2016, 08:09 PM IST
২১ জুলাই-এর ভিড় এড়িয়ে কী করে গন্তব্যে পৌঁছবেন?

ওয়েব ডেস্ক : তৃণমূলের শহিদ দিবস ২১ জুলাই। ভিক্টোরিয়া হাউসের সামনে শাসকদলের বিশাল সমাবেশ। যানজটে শহর অচল হওয়ার সম্ভাবনা। তবু রাস্তায় তো বেরোতেই হবে।

জেনে নেওয়া যাক গন্তব্যে পৌঁছানোর জন্য কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন

এড়িয়ে চলুন ধর্মতলা চত্বর সংলগ্ন রাস্তাগুলি। যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, চৌরঙ্গি, লেনিন সরণি। 

উত্তর থেকে দক্ষিণে আসার জন্য আপনি কোন পথ ধরবেন? এ পি সি রোড হয়ে এ জি সি বোস রোড ধরুন। এরপর মল্লিকবাজার হয়ে রবীন্দ্রসদন যেতে পারেন। সেখান থেকে পার্ক সার্কাসমুখী রাস্তাও খোলা থাকছে।

দক্ষিণ থেকে উত্তরে আসতে হলে রেড রোডের রাস্তা ধরুন। এবার স্ট্র্যান্ড রোড ধরে রবীন্দ্র সরণি হয়ে আপনি ধরতে পারেন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা।

.