আজ ও কাল শহরে ট্যাক্সি ধর্মঘট

ভাড়া বৃদ্ধি, পুলিসি নির্যাতনের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে আজ ও কাল শহরে ট্যাক্সি ধর্মঘট। যৌথ ভাবে দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি।

Updated By: Mar 14, 2016, 11:54 AM IST
আজ ও কাল শহরে ট্যাক্সি ধর্মঘট

ওয়েব ডেস্ক: ভাড়া বৃদ্ধি, পুলিসি নির্যাতনের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে আজ ও কাল শহরে ট্যাক্সি ধর্মঘট। যৌথ ভাবে দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি।

দুদিনের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সিটু, AITUC, INTUC, AICCTU-এর মত শ্রমিক সংগঠন। ধর্মঘটের জেরে আজ শহরের বিভিন্ন রাস্তায় ট্যাক্সি অমিল। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে প্রিপেড ট্যাক্সি বুথগুলি কার্যত ফাঁকা। চরম দুর্ভোগে যাত্রীরা। কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, আজ যদি পরিবহণ দফতর তাঁদের দাবিদাওয়া মানার লিখিত আশ্বাস দেয়, তবেই তাঁরা ধর্মঘট তুলে নেওয়ার ব্যাপারে ভাবনা-চিন্তা করবেন।

.