এই তরুণী আই.পি.এস-এর 'আইকন' হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কে?

গতকাল রেড রোডে শপথ নেওয়ার পরই পশ্চিম বঙ্গের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী 'নবান্ন'-এ যান নতুন মন্ত্রীসভার বৈঠক করতে। আর নবান্নে ঢোকার মুখেই কলকাতা পুলিশের তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য 'গার্ড অফ অনার'-এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই, কলকাতা পুলিশের তরফ থেকে ২০১৩ ব্যাচের তরুণী আই.পি.এস অফিসার, স্বাতী ভাঙ্গালিয়াকে 'গার্ড অফ অনার'-এর মুখ্য দায়িত্ব দেওয়া হয়।

Updated By: May 28, 2016, 05:50 PM IST
এই তরুণী আই.পি.এস-এর 'আইকন' হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কে?

ওয়েব ডেস্ক: গতকাল রেড রোডে শপথ নেওয়ার পরই পশ্চিম বঙ্গের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী 'নবান্ন'-এ যান নতুন মন্ত্রীসভার বৈঠক করতে। আর নবান্নে ঢোকার মুখেই কলকাতা পুলিশের তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য 'গার্ড অফ অনার'-এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই, কলকাতা পুলিশের তরফ থেকে ২০১৩ ব্যাচের তরুণী আই.পি.এস অফিসার, স্বাতী ভাঙ্গালিয়াকে 'গার্ড অফ অনার'-এর মুখ্য দায়িত্ব দেওয়া হয়।

আর এই দায়িত্ব পেয়ে ও সফলভাবে সম্পন্ন করতে পেরে খুব খুশি স্বাতীও। তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখে একজন 'আইকন'।

.