TMC: ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, কোভিডবিধি মেনে ভোট
বর্তমানে তৃণমূলের চেয়ারপার্সন পদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: ২ ফেব্রুয়ারি সাংগঠনিক নির্বাচন। কোভিডবিধি মেনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই নির্বাচন। কারা কারা ভোট দিতে পারবেন? কারা হবেন পর্যবেক্ষক? ২৫ জানুয়ারির মধ্যে তৈরি হবে তালিকা। ঘোষণা পার্থ চট্টোপাধ্য়ায়ের।
তৃণমূল কংগ্রেসের (TMC) মহাসচিব বলেন, "২ ফেব্রুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। কোভিডবিধি মেনে নেতাজি ইন্ডোরে হবে সেই নির্বাচন। ২৫ জানুয়ারির মধ্যে ভোটারদের তালিকা তৈরি হবে।" দলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) চেয়ারপার্সন পদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবারও প্রথমে দলের চেয়ারপার্সন বা চেয়ারম্যান নির্বাচিত হবেন। তারপর তৈরি হবে দলের ওয়ার্কিং কমিটি।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি লখনউয়ে অখিলেশের সঙ্গে এক ভার্চুয়াল নির্বাচনী সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একটি সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দ। বৈঠক শেষে কিরণময় নন্দ বলেন, "একটি ভার্চুয়াল সভা হবে লখনউতে এবং অন্যটি বারাণসীতে। বিজেপি (BJP) বিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ এখন মমতা (CM Mamata Banerjee)। ওখানে প্রচারে ভীষণ কড়াকড়ি। পাঁচ জনের বেশি সভা করা যাবে না। এমন প্রচার আমি দেখিনি। নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সভায় লোক হচ্ছে না। অখিলেশের সভায় মানুষের ঢল নেমে যাচ্ছে। এটা দেখে আতঙ্কিত বিজেপি (BJP)।"
সম্প্রতি উত্তরপ্রদেশের বেশকিছু নেতা তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়েছেন। তবে কিরণময় নন্দ জানান, মমতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনও আসনে তারা লড়াই করবেন না। বরং অখিলেশ যাদবকে পূর্ণ সমর্থন করবেন।