টিএমসিপির তাণ্ডবে ক্যাম্পাসে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ
টিএমসিপির তাণ্ডবে ক্যাম্পাসে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ। ধাক্কা মেরে ফেলে দেওয়া হল তাঁকে। মার খেয়েছেন অন্যান্য অধ্যাপক ও কর্মচারীরা।
ওয়েব ডেস্ক: টিএমসিপির তাণ্ডবে ক্যাম্পাসে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ। ধাক্কা মেরে ফেলে দেওয়া হল তাঁকে। মার খেয়েছেন অন্যান্য অধ্যাপক ও কর্মচারীরা।
মার খেলেন অধ্যাপকরা। চরম হেনস্থা উপচার্যকে। নৈরাজ্যের এক চরম নির্দশনের সাক্ষী হল কলকাতা বিশ্ববিদ্যালয়। কাঠগড়ায় শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি।
ফিনান্স অফিসারের পদ তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মচারী ও অফিসারের। অভিযোগ সেই বিক্ষোভেই হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ।
ধাক্কা মেরে ফেলে ফেলে দেওয়া হয় উপাচার্য সুরঞ্জন দাশকে। অভিযোগ মারধর করা হয় বিক্ষোভরত অধ্যাপকদের। টিএমসিপির তাণ্ডবে জখম হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও
অধ্যাপকদের অভিযোগ মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য গেলেও অসহোযোগিতা করা হয় তাঁদের। নজিরবিহীন এ নৈরাজ্যে নিন্দা , ধিক্কারের ঝড় উঠেছে রাজ্যের সর্বত্র।