তৃণমূল সাংসদ সুলতান আহমেদের শ্যালক সহ ১০০০ কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে
মাস ছয়েক আগেও প্রায় প্রতিদিনই কোনও না কোনও কংগ্রেস নেতাকে যোগ দিতে দেখা যেত তৃণমূলে। এবার উল্টো ছবি। তৃণমূল ছেড়ে বন্দর অঞ্চলের হাজার খানেক কর্মী যোগ
ওয়েব ডেস্ক:মাস ছয়েক আগেও প্রায় প্রতিদিনই কোনও না কোনও কংগ্রেস নেতাকে যোগ দিতে দেখা যেত তৃণমূলে। এবার উল্টো ছবি। তৃণমূল ছেড়ে বন্দর অঞ্চলের হাজার খানেক কর্মী যোগ
দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর দাবি, এই সবে শুরু, তালিকা আরও দীর্ঘ হবে।
শেষ কদিন ধরে বিজেপি অফিসে দেখা যাচ্ছিল এই ছবিটা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই।
শনিবার সেই ছবি কংগ্রেস অফিসে। বন্দর অঞ্চলের প্রায় এক হাজার যুবক যোগ দিলেন কংগ্রেসে। কেউ করতেন তৃণমূল। কেউ আবার সিপিআইএম।
এই ভীড়ে একজনকে ঘিরে আবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। তাঁর দাবি, তিনি তৃণমূল সাংসদ সুলতান আহমেদের শ্যালক।
তনবীর ইকবাল।
যদিও সুলতান আহমেদ জানিয়েছেন, তাঁকে তিনি চেনেনই না। তবে কে কার আত্মীয় তার থেকেও প্রদেশ সভাপতি বেশি খুশি কংগ্রেসে যোগদান নিয়ে।
কিন্তু কি কারণে যোগদান? কেন তৃণমূল ছেড়ে কর্মীরা আসছেন কংগ্রেসে? প্রদেশ সভাপতির দাবি, সারদা কাণ্ডে যে ভাবে নেতারা জড়িয়েছেন তাতে কর্মীরা আর তৃণমূলে থাকতে চাইছেন না।
সব মিলিয়ে গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেসে কিছুটা হলেও যেন খুশির হাওয়া।