জেলে থাকা বহিষ্কৃত সাংসদ কুণালের থেকে এখনও মাসিক চাঁদা নিচ্ছে তৃণমূল !

সারদাকাণ্ডের জেরে দল থেকে সাসপেন্ড কুণাল ঘোষ। কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসিক দশ হাজার টাকা চাঁদা নিয়ে দিব্যি নিয়ে চলেছে দল।

Updated By: Nov 6, 2014, 04:08 PM IST
জেলে থাকা বহিষ্কৃত সাংসদ কুণালের থেকে এখনও মাসিক চাঁদা নিচ্ছে তৃণমূল !

ব্যুরো: সারদাকাণ্ডের জেরে দল থেকে সাসপেন্ড কুণাল ঘোষ। কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসিক দশ হাজার টাকা চাঁদা নিয়ে দিব্যি নিয়ে চলেছে দল।

কুণাল ঘোষের দিল্লির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে কেটে নেওয়া হচ্ছে এই  টাকা। জমা পড়ছে তৃণমূলের তহবিলে।

সারদাকাণ্ডে শোরগোল শুরু হওয়ার পরই  বিতর্কে জড়িয়ে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। ২০১৩ সালের ২৩ নভেম্বর তাঁকে গ্রেফতার করে সিট। তারপর থেকে জেলবন্দি হলেও বাকি সাংসদদের মতোই  প্রতিমাসে তাঁর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কেটে নিচ্ছে দল। তৃণমূল শীর্ষনেতৃত্বের দাবি, সাসপেন্ড করা হলেও এখনও দল থেকে বহিষ্কার করা হয়নি কুণালকে। ফলে খাতায় কলমে এখনও তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেজন্যই বাকিদের মতোই তাঁর অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হচ্ছে। যদিও এনিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্ব।   

 

.