রাজারহাটেও পাল্টা মিছিল তৃণমূলের

গাঙ্গুলিবাগানের পর রাজারহাটেও পাল্টা মিছিল করল তৃণমূল। এদিনের মিছিলে ছিলেন মুকুল রায়, মদন মিত্র-সহ তৃণমূলের শীর্ষনেতারা। নারায়ণপুর থেকে চিনার পার্ক পর্যন্ত যায় মিছিল।

Updated By: Mar 4, 2012, 05:31 PM IST

গাঙ্গুলিবাগানের পর রাজারহাটেও পাল্টা মিছিল করল তৃণমূল। এদিনের মিছিলে ছিলেন মুকুল রায়, মদন মিত্র-সহ তৃণমূলের শীর্ষনেতারা। নারায়ণপুর থেকে চিনার পার্ক পর্যন্ত যায় মিছিল।
আঠাশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন হামলা হয় যাদবপুরে সিপিআইএম দলীয় কার্যালয়ে। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হয় চব্বিশ ঘণ্টা সহ একাধিক সংবাদমাধ্যম। এরপর ২৯ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে হামলা-সহ রাজনৈতিক অশান্তির প্রতিবাদে যাদবপুরে মিছিল করে সিপিআইএম। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মিছিলের পাল্টা কর্মসূচি নেয় তৃণমূল। কিন্তু, জনসমাগমের পাল্লায় পিছনে পড়ে গিয়ে শনিবার ফের মিছিলের ডাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এবারও গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর হয়ে গড়িয়াহাট পর্যন্ত।
এদিকে, সাধারণ ধর্মঘটের দিন স্কুল খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাটের নারায়ণপুর। সেই ঘটনার প্রতিবাদে শনিবার মিছিল করে বামফ্রন্ট। এবার সেই মিছিলেরও পাল্টা মিছিল করল তৃণমূল। মুকুল রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো তৃণমূলের সাংসদ, মন্ত্রীদের নেতৃত্বে নারায়ণপুর থেকে চিনার পার্ক পর্যন্ত হয় এই পাল্টা মিছিল। রাজারহাটের ঘটনা নিয়ে রাজারহাট গোপালপুর পৌরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তোলেন তৃণমূলের নেতারা। একই সঙ্গে রাজারহাটের ঘটনায় বিধায়ক সব্যসাচী দত্তের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে বলেও সোচ্চার হয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের বক্তব্য, এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এই অবস্থায় একের পর এক পাল্টা কর্মসূচির জেরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।

.