পেট্রোলের দাম বৃদ্ধি: কেন্দ্রকে চরমপত্র মমতার
ফের পেট্রোলের দাম বাড়ায় অখুশি ইউপিএ সরকারের প্রধান শরিক তৃণমূল কংগ্রেস। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Updated By: Nov 4, 2011, 10:02 AM IST
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে চরমপত্র দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারো মাসে এগারোবার পেট্রোলের দাম বাড়ায় আর মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি সরকার থেকে বেরিয়ে আসার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের সংসদীয় কমিটি আজ সর্বসম্মতভাবে সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখনই এই চরম সিদ্ধান্ত নিতে নারাজ তৃণমূলনেত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফিরলে এ বিষয়ে আলোচনা করবেন তৃণমূলের সাংসদরা। তবে চরমপত্র দিয়েও পেট্রোলের দাম কমানোর দাবি করছেন না বলেই জানিয়ে দিয়েছেন তিনি।