Abhishek Banerjee: 'আগের মতো কেন সেভাবে সক্রিয় নন'? তৃণমূল নেতাদের প্রশ্নের মুখে অভিষেক!
আগামী ৭ জানুয়ারি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে অবশ্য বার্ধক্য়ভাতা প্রদান করবেন তিনি। সেই কর্মসূচির আগে কালীঘাটে নিজের বাড়িতে দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কবে? আজ, মঙ্গলবার।
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: 'আগের মতো কেন তিনি সেভাবে সক্রিয় নন'? তৃণমূল নেতাদের প্রশ্নের মুখের এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Kunal Ghosh: 'মমতা প্রথম ও শেষ কথা, সেনাপতি অভিষেক', বিতর্কে জল ঢালতে সুর নরম কুণালের
দলের রাশ কার হাতে থাকবে? লোকসভা ভোটের আগে তৃণমূলের নবীন-প্রবীন 'দ্বন্দ্ব'। শাসকদলের নেতাদের মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।
গত কয়েকদিন ধরেই দলের দৈনন্দিন কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ জানুয়ারি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে অবশ্য বার্ধক্য়ভাতা প্রদান করবেন তিনি। সেই কর্মসূচির আগে কালীঘাটে নিজের বাড়িতে দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কবে? আজ, মঙ্গলবার।
আরও পড়ুন: Suvendu Adhikari: স্বরাষ্ট্রসচিব পদে 'বেআইনি' নিয়োগ! আদালতের যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর...
সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক প্রশ্ন মুখে পড়তে হয় অভিষেক। দলের নেতাদের একাংশ জানতে চান, 'আগের মতো কেন তিনি সেভাবে সক্রিয় নন'? অভিষেকের নির্দেশ, 'লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে আগেরবারের থেকেও বেশি ব্য়বধানে জেতাতে হবে তৃণমূলকে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)