অভিযুক্তদের আড়ালের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ঘটনায় অভিযুক্তকে ভাল ছেলে আখ্যা দিয়ে আগেই আদালতে চিঠি পাঠিয়েছিলেন পূর্ব পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। আদালতে তাঁর চিঠি জমা পড়ার পর তড়িঘড়ি জামিনও পেয়ে যান তিনজন।
ঘটনায় অভিযুক্তকে ভাল ছেলে আখ্যা দিয়ে আগেই আদালতে চিঠি পাঠিয়েছিলেন পূর্ব পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। আদালতে তাঁর চিঠি জমা পড়ার পর তড়িঘড়ি জামিনও পেয়ে যান তিনজন। তাঁদের মধ্যে শিবশঙ্কর দাস নামে যে তৃণমূল কর্মীকে জিআরপি গ্রেফতার করেছিল, সেই শিবশঙ্কর দাসের সমর্থনে আদালতে চিঠি পাঠিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস নেতা আশিস দেব রায়।
পূর্ব আগরপাড়া নিরঞ্জন ও মেলা উত্সব কমিটির সম্পাদক হিসেবে সেই চিঠি আদালতে জমা দিয়েছেন আশিস দেব রায়। একইসঙ্গে পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখার্জিও শিবশঙ্কর দাসকে সুনাগরিক বলে শংসাপত্র দিয়েছেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ধৃতরাষ্ট্র দত্তের বিরুদ্ধে পনেরোটি মামলা রয়েছে।
যদিও, ২০০৪ সালে ধৃতরাষ্ট্র দত্তকে ভাল সমাজকর্মী উল্লেখ করে তাঁকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী উপেন বিশ্বাস।