ছাত্র মারামারিকে কেন্দ্র করে তৃণমূলের শিখা আগুন

দুই ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুচিপাড়া থানা এলাকা। ধৃত এক ছাত্রকে ছাড়াতে থানায় গেলেন স্থানীয় বিধায়ক শিখা মিত্র। পুলিসের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুললেন তিনি। ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূল - শিখা মিত্র দ্বন্দ্ব।

Updated By: Feb 20, 2014, 02:32 PM IST

দুই ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুচিপাড়া থানা এলাকা। ধৃত এক ছাত্রকে ছাড়াতে থানায় গেলেন স্থানীয় বিধায়ক শিখা মিত্র। পুলিসের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুললেন তিনি। ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূল - শিখা মিত্র দ্বন্দ্ব।

বুধবার সন্ধেয় বঙ্গবাসী কলেজের কাছে মারামারিতে জড়িয়ে পড়ে স্বস্তিক চট্টোপাধ্যায় ও সুরেন্দ্রকুমার দাস নামে দুই ছাত্র। ঘটনার পরই স্বস্তিক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন সুরেন্দ্র কুমারের বাবা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বস্তিককে। বুধবার রাতেই স্বস্তিককে ছাড়াতে থানায় হাজির হন স্থানীয় বিধায়ক শিখা মিত্র। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও স্বস্তিককে ছাড়তে রাজি হয়নি পুলিস। এরপরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

স্বস্তিকের পরিবারের অভিযোগ, পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমি দের নির্দেশেই স্বস্তিককে গ্রেফতার করা হয়েছে। মারামারি যুক্ত থাকলেও গ্রেফতার করা হয়নি সুরেন্দ্রকুমার দাসকে। স্বস্তিক চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার জুভেনাইল আদালতে পেশ করবে পুলিস।

.