ব্যালট পেপার ছিনতাই করলেন তৃণমূলপন্থী ডাক্তাররা

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠল ডাক্তারবাবুদের বিরুদ্ধে। ব্যালট পেপার ছিনতাইয়ের সেই ছবি ধরা পড়ল ২৪ ঘণ্টার ক্যামেরায়। আজ সকাল থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের জন্য প্রফেসর ও চিকিত্সকদের ব্যালট পেপার দেওয়া শুরু হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের  অধ্যক্ষের ঘর থেকে। অভিযোগ, হঠাত্ই অধ্যক্ষের ঘরে ঢুকে পড়েন তৃণমূলের চিকিত্‍সক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বা পিডিএ-র নেতারা।

Updated By: May 25, 2013, 05:30 PM IST

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠল ডাক্তারবাবুদের বিরুদ্ধে। ব্যালট পেপার ছিনতাইয়ের সেই ছবি ধরা পড়ল ২৪ ঘণ্টার ক্যামেরায়। আজ সকাল থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের জন্য প্রফেসর ও চিকিত্সকদের ব্যালট পেপার দেওয়া শুরু হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের  অধ্যক্ষের ঘর থেকে। অভিযোগ, হঠাত্ই অধ্যক্ষের ঘরে ঢুকে পড়েন তৃণমূলের চিকিত্‍সক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বা পিডিএ-র নেতারা।
মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে পিডিএ-র প্রার্থী অভিজিত্‍ ভক্ত তাঁদের সংগঠনের দুই নেতা  সঞ্জয় সাউ এবং সমরেশ মালোকে সঙ্গে নিয়ে অন্য চিকিত্‍সকদের কাছ থেকে জোর করে ব্যালট পেপার কেড়ে নেন বলে অভিযোগ। অধ্যক্ষের সামনেই বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড চললেও  তিনি প্রতিবাদ করেননি বলে অভিযোগ ভুক্তভোগী চিকিত্‍সকদের। তবে অধ্যক্ষের দাবি, ব্যালট বিলিতে কোনও বেনিয়ম হয়নি।  চিকিত্সক নেতারা তাঁকে সাহায্য করছিলেন বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। ব্যালট লুঠের অভিযোগ অস্বীকার করেছেন পিডিএ নেতারা। যদিও সব ঘটনাটাই ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা আছে। 

.