মাইকে একসঙ্গে মহিষাসুর মর্দিনী শুনলেন গোটা ওয়ার্ডবাসী

নিজের বাড়িতে একা অথবা পরিবারের সদস্যদের সঙ্গেই নয়, বরং সারা পাড়ার লোক একসঙ্গে শুনতে পেলেন মহালয়া। এমনটা ঘটেছে কলকাতা পুরসভার তেরো

Updated By: Oct 12, 2015, 06:38 PM IST

ওয়েব ডেস্ক: নিজের বাড়িতে একা অথবা পরিবারের সদস্যদের সঙ্গেই নয়, বরং সারা পাড়ার লোক একসঙ্গে শুনতে পেলেন মহালয়া। এমনটা ঘটেছে কলকাতা পুরসভার তেরো

নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডেরই পুজো করবাগান, তেলেঙ্গাবাগান, উল্টোডাঙা বিধানসংঘ, পল্লীশ্রী । উদ্যোক্তাদের সাহায্যে ওয়ার্ডজুড়ে মাইক লাগানোর ব্যবস্থা করেছিল পুরসভা।

দেবীপক্ষের ভোরে সেই মাইকেই মহিষাসুর মর্দিনী শুনলেন ওয়ার্ডবাসী।এভাবে একসঙ্গে সকাল সকাল মহালয়া শুনতে পেরে খুবই খুশি স্থানীয়রা। পুজোর রেশ সোমবারের সকাল

থেকেই গায়ে এসে লেগেছে তাদের।
মহিষাসুর মর্দিনীর পাশাপাশি ওয়ার্ডের সব পুজো কমিটিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন এলাকার কাউন্সিলর। শুধু তাই নয়। ওয়ার্ডের কৃতী ছাত্রছাত্রীকে

আগামীদিনে আরও উত্সাহ দিতে তাদের হাতে পুরষ্কারও তুলে দেওয়া হয়। পুজো কমিটিগুলো যেহেতু অনেক দায়িত্ব নিয়ে মানুষকে আনন্দ দিতে এমন দুর্দান্ত পুজোর আয়োজন

করে, তাই পুজো কমিটিগুলিকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়।

.