TMC Clash: তৃণমূল বনাম তৃণমূল! থানার সামনেই দলের যুবনেতাকে সপাটে চড় মহিলা কাউন্সিলরের...

খাস কলকাতায় এবার 'তৃণমূল বনাম তৃণমূল'। মহিলা কাউন্সিলরের রোষের মুখে দলেরই যুবনেতা! ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডে।

Updated By: Jul 16, 2024, 07:43 PM IST
  TMC Clash: তৃণমূল বনাম তৃণমূল! থানার সামনেই দলের যুবনেতাকে সপাটে চড় মহিলা কাউন্সিলরের...

বিক্রম দাস: খাস কলকাতায় এবার 'তৃণমূল বনাম তৃণমূল'। মহিলা কাউন্সিলরের রোষের মুখে দলেরই যুবনেতা! ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন:  Topsia: খাস কলকাতায় প্রোমোটারের 'দাদাগিরি', এবার রেহাই পেলেন না অন্তঃস্বত্ত্বা মহিলাও!

ঘটনাটি ঠিক কী? ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তুলেছেন ওই ওয়ার্ডেরই তৃণমূল যুবনেতা কেদার দাস। এদিন অনুগামীদের সঙ্গে বটতলা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। খবর পেয়ে সেখানের হাজির হন কাউন্সিলর। শুধু তাই নয়, থানার সামনে প্রকাশ্য় রাস্তাতেই যুবনেতাকে তিনি সপাটে চড় মারেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  Amit Mitra: করোনায় আক্রান্ত অমিত মিত্র! কেমন আছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী?

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, 'মারবেটা কাকে! সবাই যদি একদলে ঢুকে যায়, তাহলে তো মারামারিটা নিজেদেরই করতে হবে। উনিও একটু শ্রীমতি ভয়ংকরী আছেন'। বলেন, 'আমার প্রশ্ন হচ্ছে, কাউন্সিলর যদি দলের নেতাকে যদি এভাবে প্রকাশ্য রাস্তায় চড়ায়, তাহলে এদের কাছে জনগণ কেমন করে দাঁড়ায়! লড়াইটা কী নিয়ে? জল-কল-আলো-পথ এসব নিয়ে লড়াই নয়। লড়াইটা হচ্ছে জুয়া, সাট্টা! এ বলছে তুই জুয়াড়ি, ও বলছে তুই জুয়াড়ি। এ বলছে, তুই মদ বেচিস, ও বলছে তুই মদ বেচিস!আসলে দু'জনেই তাই করে। এবার বেচে না, যারা বেচে, তাদের প্রোমোটার। তাদের থেকে টাকা নেয়। এরা কেউ সামাজিক নয়। কোনও ভদ্রলোকের সন্তান আজকের দিনে তৃণমূল করবে'! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.