Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য! দিলীপের বিরুদ্ধে রাজভবনে তৃণমূল
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদাররা।
প্রবীর চক্রবর্তী: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর মন্তব্য'। দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজভবনে তৃণমূল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির 'কঠিন সাজা'র দাবি জানালেন রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা।
ফের দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী। এক আলোচনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাবা-মা'র পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এক মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন এমন কুরুচিকর মন্তব্য? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্রেফ টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করা নয়, দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন: CM Mamata Banerjee: ইন্ডাস্ট্রি মাটি থেকে হয়, গাছ থেকে হয়, ঘাস থেকে হয়: মমতা
এদিন রাজভবনে গিয়ে রাজভবনে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রাত্য বসু।
Impressed concern that appeasement and communal oriented patronage is antithetical to democratic values annd urged delegation @AITCofficial to bear pressure on the Govt to adhere to rule of law and constitutional prescriptions. pic.twitter.com/sbPtyrfGD6
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 7, 2022
রাজভবন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, 'আমরা মর্মাহত। ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সাংসদ, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন এবং যেভাবে অপমান করেছেন, অবিলম্বে তার প্রতিকার হওয়া দরকার। দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রাজ্যপালের কাছে ওর কঠিন সাজার দাবি করেছি'।
আরও পড়ুন: Pool Car, Kolkata Police: গাড়ি নয় পুল-কার, কমবে যানজট-দূষণ, স্কুলে স্কুলে পোস্টার কলকাতা পুলিসের
এর আগে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যখন টাকা চেয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ করেন সুদীপ্ত সেন, তখনও বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে রাজভবনে গিয়েছিল তৃণমূল। রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মারকলিপি দিয়েছিল ৮ সদস্যের প্রতিনিধিদল।