১৯’র ব্রিগেডে হাই প্রোফাইলদের ছড়াছড়ি, স্বাগত জানাতে ফেস্টুন, ব্যানারে মুড়ল শহর

ন্যান্য রাজ্যের ভিভিআইপিদের স্বাগত জানাতে তাঁদের ফেস্টুন, ব্যানারে  মুড়ে ফেলা হয়েছে বিমান বন্দর থেকে  ভিআইপি রোড। ব্রিগেড আসার সমস্ত রাস্তায় এখন ভিভিআইপিদের ব্যানার ।

Updated By: Jan 18, 2019, 06:58 AM IST
১৯’র ব্রিগেডে হাই প্রোফাইলদের ছড়াছড়ি, স্বাগত জানাতে ফেস্টুন, ব্যানারে মুড়ল শহর

নিজস্ব প্রতিবেদন: এ যেন মোদী বিরোধী শক্তিগুলির মহাজোটের মঞ্চ! লোকসভা নির্বাচনের আগে যেন শক্তি প্রদর্শনের জায়গা। এবারের ১৯’এর ব্রিগেড নিয়ে প্রত্যয়ী তৃণমূল। এবারের সমাবেশে থাকার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, পাঁচ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী-ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, অখিলেশ যাদব, বাবুলাল মারাণ্ডি ও সদ্য তৃণমূলে যোগ দেওয়া অরুণাচলের ৭ বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। অন্যান্য রাজ্যের ভিভিআইপিদের স্বাগত জানাতে তাঁদের ফেস্টুন, ব্যানারে  মুড়ে ফেলা হয়েছে বিমান বন্দর থেকে  ভিআইপি রোড। ব্রিগেড আসার সমস্ত রাস্তায় এখন ভিভিআইপিদের ব্যানার ।

বিমানবন্দর থেকে বেড়িয়েই নজরে পড়বে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের ব্যানার।

ঠিক তার পাশেই রয়েছে এমকে স্ট্যালিনের ফেস্টুন।

তেঘড়িয়ার কাছে গেলেই দেখতে পাওয়া যাবে, জ্বলজ্বল করছে বিজেপি সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহার বড় ব্যানার।

আরও পড়ুন: ভোর ৪টে থেকে পুলিস, বহুতলের ছাদে কমান্ডো, ১৯’র ব্রিগেডে নজিরবিহীন নিরাপত্তা

তেঘড়িয়া থেকে বাগুইআটি জোড়া মন্দিরের কাছে এলেই নজরে পড়বে একের পর এক হার্দিক প্যাটেল, রাম জেঠমালিনি এবং চন্দ্রবাবু নাইডু'র মতো ভিভিআইপিদের বড় বড় ব্যানার।

 দমদম পার্কের কাছে এলে দেখতে পাওয়া যাবে  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যানার।

দমদম পার্ক থেকে বাঙ্গুরের কাছে এলেই চোখে পড়বে এইচ ডি কুমারাস্বামী, তেজস্বি যাদব, জিগনেশ মোভানি, হেমান্ত সোরেনদের মতো ভিভিআইপিদের বড়বড় ব্যানার, ফেস্টুন।

লেকটাউন ফুটব্রিজের কাছে এলেই দেখা যাবে জম্বু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ব্যানার।

শ্রীভূমির কাছে দেখা যাচ্ছে  ফারুক আব্দুল্লার ব্যানার।

শ্রীভূমি থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই নজরে পড়বে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেভে গৌড়ার বড় ব্যানার।

এছাড়া রয়েছে শরদ যাদব, অরুণ শৌরি -সহ অন্যান্য ভিভিআইপিদের বড়বড় ব্যানার, ফেস্টুন, কাটআউট।

বিমান বন্দর থেকে ভিআইপি রোড হয়ে ব্রিগেড যাওয়ার পথে রাস্তার দু'ধারেই ছেয়ে গিয়েছে বড়বড় কাটআউট, ব্যানারে। তবে  সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় স্তরের আমন্ত্রিত তাবড় তাবড় নেতাদের।

.