ব্রিগেড থেকে ফেরার পথে ট্রেন উঠতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, শিয়ালদহ স্টেশনে মৃত ডালখোলার যুবক

ব্রিগেড থেকে ফেরার পথে হাওড়ার ডোমজুড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল তৃণমূল সমর্থক ভর্তি বাস

Updated By: Jan 19, 2019, 09:47 PM IST
ব্রিগেড থেকে ফেরার পথে ট্রেন উঠতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, শিয়ালদহ স্টেশনে মৃত ডালখোলার যুবক

নিজস্ব প্রতিবেদন: ব্রিগেড থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু। শিয়ালদহ স্টেশনে ট্রেন উঠতে গিয়ে পা পিছলে ট্রেন ও প্লাটফর্মের মধ্যে পড়ে মৃত্যু হল উত্তর দিনাজপুরের এক যুবকের। শেষপর্যন্ত প্লাটফর্ম কেটে তাঁর দেহ বের করতে হয়।

আরও পড়ুন-মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন এই নেতা

শনিবার ব্রিগেডে তৃণমূলের সমাবেশে এসেছিলেন ডালখোলার বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক সেখ সুলেমান। এদিন সন্ধে সাতটা নাগাদ ৯এবি প্লাটফর্মে হাটে বাজারে এক্সপ্রসে ধরতে গিয়ে পা পিছলে প্লাটফর্ম ও ট্রেনের মধ্যে পড়ে যান বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে এক ঘণ্টা দেরিতে রওনা দেয় ট্রেন। শিয়ালদহে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন-'অ্যালোপ্যাথি নন, মোদী ঠাকুমার ন্যাচারাল বড়ি', মমতাকে জবাব দিলীপের

অন্যদিকে, ব্রিগেড থেকে ফেরার পথে হাওড়ার ডোমজুড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল তৃণমূল সমর্থক ভর্তি বাস। বাসে থাকা অন্তত ২২ জন মারাত্মক আহত হন। তাদের ভর্তি করা হয় ডোমজুড় হাসপাতালে। জানা যাচ্ছে বাসটি ফিরছিল হুগলির জাঙ্গিপাড়ায়। সেই সময়ে ডোমজুড়ের কাছে দক্ষিণদাঁড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।

 

.