'কিসের আদালত অবমাননা, আমিই বাপ,' Biplab-মন্তব্যে Mamata বললেন, বিধ্বংসী মানসিকতা

অভিষেকের টুইট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, আদালত অবমাননা নিয়ে সরকারি আধিকারিকরা সতর্ক করলেও তা কানে তুলতে নারাজ মুখ্যমন্ত্রী। 

Updated By: Sep 26, 2021, 08:08 PM IST
'কিসের আদালত অবমাননা, আমিই বাপ,' Biplab-মন্তব্যে Mamata বললেন, বিধ্বংসী মানসিকতা

নিজস্ব প্রতিবেদন: বিচারব্যবস্থা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো টুইট করে সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদুবাবুর বাজারে উপনির্বাচনের প্রচারে এনিয়ে বিপ্লব দেবকে আক্রমণ করেছেন মমতাও (Mamata Banerjee)। তাঁর কথায়, ''এটা বিধ্বংসী মানসিকতা।''                

অভিষেকের টুইট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, আদালত অবমাননা নিয়ে সরকারি আধিকারিকরা সতর্ক করলেও তা কানে তুলতে নারাজ মুখ্যমন্ত্রী। নিজের মুখেই তা বলছেন। বিপ্লবকে বলতে শোনা যাচ্ছে,''ওরা বলে এগুলি প্রথা। আপনার সমস্যা হয়ে যাবে। আমি বলি, এসব আমাকে বলবেন না। কিসের অসুবিধা? স্যর এটা করলে আদালত অবমাননা হয়ে যাবে। আদালত অবমাননা করে কে জেলে গিয়েছে? আমি আছি তো। আপনাদের আগে আমি জেলে যাব। এত সোজা নয়! জেলে পোরার জন্য পুলিস চাই। পুলিস মুখ্যমন্ত্রীর হাতে। পুলিস বলবে, খুঁজে পাইনি। সকলের বাপ আমি। সরকার যে চালায় তার কাছেই সব ক্ষমতা। আগের মুখ্যসচিব বলছিল, আদালত অবমাননা হবে। আমি জেলে চলে যাব।''
         
অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন,''গোটা দেশের কলঙ্ক বিপ্লব দেব! নিলর্জ্জভাবে গণতন্ত্রকে নিয়ে উপহাস করছেন। বিচারব্যবস্থাকেও ছাড়ছেন না। সুপ্রিম কোর্ট কি এই ধরনের অসম্মানজনক মন্তব্যে নজর দেবে?''

যদুবাবুর বাজারে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''আজই একটা ভিডিয়ো দেখলাম। ওখানকার মুখ্যমন্ত্রী বলছেন, আদালত কী করবে? কোনও আদালত মানি না। মুখ্যমন্ত্রী বিসেবে যা বলেছেন সেটা বাড়াবাড়ি। এটা বিধ্বংসী মানসিকতা। রায়ের সমালোচনা করা যায়। এটা আইনি অধিকার।'' কেউ চাইলে মানহানির মামলা করতে পারেন বলেও বার্তা দিয়েছেন নেত্রী।   

 

আরও পড়ুন- কৃষকের পাশে থাকলেও ভারত বনধকে সমর্থন নয়, জানালেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.