তৃণমূল প্রার্থী তালিকায় চমক-- ঘাটালে দেব, দার্জিলিংয়ে বাইচুং, বাঁকুড়ায় মুনমুন সেন, মেদিনীপুর সন্ধ্যা রায়, বহরমপুরে ইন্দ্রনীল সেন
রাজ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট ১১ জন মহিলা প্রার্থী থাকছে তৃণমূলের।
রাজ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট ১১ জন মহিলা প্রার্থী থাকছে তৃণমূলের।
কোন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে এক নজরে---
কোচবিহার-রেনুকা সিনহা
আলিপুরদুয়ার-দশরথ তিরকে
দার্জিলিঙ-বাইচুং ভুটিয়া
জলপাইগুড়ি-বিজয়ভূষণ বর্মন
রায়গঞ্জ- সত্যরঞ্জন দাসমুন্সি
বালুরঘাট- অর্পিতা ঘোষ (নাট্যব্যক্তিত্ব)
মালদা উত্তর- সৌমিত্র রায় (ভূমি ব্যান্ডের সদস্য)
মালদা দক্ষিণ- মোয়াজেম হোসেন
জঙ্গিপুর- হাজি নুরুল ইসলাম (সাংসদ বসিরহাট)
মুর্শিদাবাদ-মহম্মদ আলি
হাওড়া- প্রসূন ব্যানার্জি
হুগলি- রত্না দে নাগ
আরামবাগ- আফরিন আলি
বর্ধমান পূর্ব-সুনীর মণ্ডল
বর্ধমান দুর্গাপুর- মমতাজ
বোলপুর (এসসি)-অনুপম হাজরা
বীরভূম-শতাব্দি রায়
শ্রীরামপুর-কল্যান ব্যানার্জি
উলুবেড়িয়া-সুলতান আহমেদ
ঝাড়গ্রাম-উমা সোরেন
মেদিনীপুর-সন্ধ্যা রায় (অভিনেত্রী)
পুরুলিয়া-মৃগাঙ্ক মাহাতো
বাঁকুড়া- মুনমুন সেন
বিষ্ণুপুর-সৌমিত্র খান
আসানসোল-দোলা সেন
কলকাতা (দক্ষিণ) - সুব্রত বক্সি
কলকাতা (উত্তর)-সুদীপ বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সুগত বসু
দমদম-সৌগত রায়
বহরমপুর-ইন্দ্রনীল সেন
রানাঘাট-সৌগত বর্মন
বনগাঁ-কপিলকৃষ্ণ ঠাকুর
বারাকপুর- দীনেশ ত্রিবেদী
জয়নগর-প্রতিমা নস্কর
বসিরহাট-ইদ্রিস আলি
বারাসাত-কাকলি ঘোষ দস্তিদার
মথুরাপুর- চৌধুরিমোহন জটুয়া
ডায়মন্ডহারবার-অভিষেক ব্যানার্জি (মমতা ব্যানার্জির ভাইপো)
তমলুক-শুভেন্দু অধিকারী
কাঁথি-শিশির অধিকারী
ঘাটাল- অভিনেতা দেব (দীপক অধিকারী)
কৃষ্ণনগর-তাপস পাল (সাংসদ,অভিনেতা)