ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত কোনও জনপ্রতিনিধির আর মন্ত্রী হতে বাধা থাকছে না
ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত কোনও জনপ্রতিনিধির আর মন্ত্রী হতে বাধা থাকছে না। সাংসদও হতে পারবেন। ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনে এই মর্মে সংশোধনী নিয়ে আসছে রাজ্য সরকার। পুরসভার কোনও কাউন্সিলরদের এই সুবিধা রয়েছে। তাঁরা কাউন্সিলর হওয়ার পাশাপাশি, বিধানসভা কিংবা লোকসভা ভোটেও প্রার্থী হতে পারেন। এবং নির্বাচিত হওয়ার পরে দুটি পদই ধরে রাখতেও পারেন। কিন্তু, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের কোনও সদস্যদের সেই সুবিধা ছিল না। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রথম সব ক্ষেত্রে একই নিয়মের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । খুব তাড়াতাড়িই বিধানসভায় পেশ হবে সংশোধনী বিল ।
![ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত কোনও জনপ্রতিনিধির আর মন্ত্রী হতে বাধা থাকছে না ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত কোনও জনপ্রতিনিধির আর মন্ত্রী হতে বাধা থাকছে না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/22/84026-subrata-22-4-17.jpg)
ওয়েব ডেস্ক: ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত কোনও জনপ্রতিনিধির আর মন্ত্রী হতে বাধা থাকছে না। সাংসদও হতে পারবেন। ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনে এই মর্মে সংশোধনী নিয়ে আসছে রাজ্য সরকার। পুরসভার কোনও কাউন্সিলরদের এই সুবিধা রয়েছে। তাঁরা কাউন্সিলর হওয়ার পাশাপাশি, বিধানসভা কিংবা লোকসভা ভোটেও প্রার্থী হতে পারেন। এবং নির্বাচিত হওয়ার পরে দুটি পদই ধরে রাখতেও পারেন। কিন্তু, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের কোনও সদস্যদের সেই সুবিধা ছিল না। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রথম সব ক্ষেত্রে একই নিয়মের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । খুব তাড়াতাড়িই বিধানসভায় পেশ হবে সংশোধনী বিল ।