উপসর্গহীন ওমৃদু উপসর্গ আক্রান্তদের জন্য সেফ হোম তৈরি করবে রাজ্য
নৈহাটি স্টেডিয়ামেও হবে। এ ধরণের আরো স্টেডিয়াম খোঁজ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: উপসর্গহীন ও মৃদু উপসর্গ থাকা রোগীদের জন্য এবার প্রত্যেক পুরসভা ও থানা এলাকায় সেফ হোম তৈরি করবে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যে ১০৯ টি সেফ হোম তৈরি করেছে সরকার। এই সংখ্যা আরো বাড়াতে চায় নবান্ন।
হোটেল স্টেডিয়াম বিয়ে বাড়িতে সেফ হোম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বাথরুম সহ সব রকমের পরিকাঠামো থাকবে, থাকবে একটি চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স।
প্রাথমিকভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ,হুগলিতে দ্রুততার সঙ্গে সেফ হোম গুলো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে গোটা রাজ্যেই সেফ হোম তৈরি করতে জেলাশাসক দের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় তপসিয়ায় রয়েছে, এছাড়াও হজ হাউস, আনন্দপুর , গীতাঞ্জলি ও কিশোর ভারতী স্টেডিয়ামে করা হচ্ছে। পাশাপাশি আরও স্টেডিয়াম ও হোটেলের খোঁজ করছে সরকার। যেখানে ন্যুনতম একশো জন থাকতে পারবে। সর্বোচ্চ ২০০ জন থাকতে পারবে এমন জায়গার খোঁজ করা হচ্ছে।
হাসপাতালের বেড এর অভাব হতে পারে এই আশঙ্কায় সেফ হোমের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
খড়দহ স্টেডিয়াম ইতিমধ্যে সেফ হোম তৈরি হয়েছে। নৈহাটি স্টেডিয়ামেও হবে। এ ধরণের আরো স্টেডিয়াম খোঁজ করা হচ্ছে।
পুর প্রশাসকমণ্ডলী ও স্বাস্থ্য দফতর কথা বলে জায়গা ঠিক করছেন। স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিলেই সেই জায়গা সেফ হোম বলে চিহ্নিত হচ্ছে। যেসব পৌরসভা এলাকায় জনবসতি খুব ঘন, সেখানে একাধিক সেফ হোম করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।