আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ, এখনও সঙ্কটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য

সকাল থেকে কয়েকবার চোখ খুলে তাকানোর চেষ্টা করেছেন ডাক শুনে। চিকিত্সকরা বলছেন, এটা ভাল লক্ষণ।

Updated By: Dec 11, 2020, 01:58 PM IST
আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ, এখনও সঙ্কটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদন: চিকিত্সায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিত্সকদের একাধিকবার ডাকে একটু একটু করে সাড়া দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সকাল থেকে কয়েকবার চোখ খুলে তাকানোর চেষ্টা করেছেন ডাক শুনে। চিকিত্সকরা বলছেন, এটা ভাল লক্ষণ। তাঁরা আরও জানাচ্ছেন যে, ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। 

আরও পড়ুন:  স্বস্তি, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনাজয়ীরা

আরও জানা গিয়েছে যে, রক্তচাপ ও পালস রেট স্থিতিশীল রয়েছে। রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে তাঁকে। মূত্রত্যাগের পরিমাণ স্বাভাবিক রয়েছে। অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ৯৬ শতাংশ। ভেন্টিলেশন থেকে বের করার প্রক্রিয়া শুরু। তবে এখনও বিপন্মুক্ত নন বুদ্ধবাবু। চিকিত্সকরা পরিস্থিতির দিকে নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকরা জানাচ্ছেন, বুদ্ধবাবুকে ভেন্টিলেটর থেকে বের করার প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তবে পরবর্তী ২৪ ঘণ্টা তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।

.