স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা, রাজ্যের কাছে জোড়া রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ডাক্তারদের বিভিন্ন মহল থেকে চিঠি এসে পৌঁছেছে। 

Updated By: Jun 15, 2019, 03:21 PM IST
স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা, রাজ্যের কাছে জোড়া রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যের কাছে জোড়া রিপোর্ট  তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  রাজ্যে স্বাস্থ্যে জট ও আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ডাক্তারদের বিভিন্ন মহল থেকে চিঠি এসে পৌঁছেছে। সেজন্যই জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। ২০১৬-১৯-এর মধ্যে রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েছে বলে অভিযোগ জমা পড়েছে।  রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে।

নবান্নে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা, জিবি-র বৈঠকের পরও কাটল না অচলাবস্থা

এদিন জিবির বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন, “মুখ্যমন্ত্রী এনআরএস-এ কথা বললে তবেই আলোচনা হবে। নবান্নে যাব না।”

ডাক্তারদের চিকিত্সার পরিবেশ সুনিশ্চিত না করলে, কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। নবান্নে কোনও প্রতিনিধিও যাচ্ছেন না। ফের সাংবাদিকদের সামনে বললেন, “আমাদের ওপর আক্রমণের ঘটনা নিন্দনীয়। কোনও প্রতিনিধি নবান্নে যাচ্ছে না।”

.