বিশ্ববিদ্যালয়েই ঢুকতে পারবেন না যাদবপুরে সেই বিতর্কিত অধ্যাপক কনক সরকার

  কনক সরকারের নতুন নতুন কীর্তি সামনে আসছে।   সোশ্যাল মিডিয়াতেই শুধু নয়।  ক্লাসেও ছাত্রীদের  সঙ্গে অশালীন আচরণ করেন কনক সরকার।

Updated By: Jan 16, 2019, 05:54 PM IST
বিশ্ববিদ্যালয়েই ঢুকতে পারবেন না যাদবপুরে সেই বিতর্কিত অধ্যাপক কনক সরকার

নিজস্ব প্রতিবেদন:  ফেসবুকে কুরুচিকর পোস্ট ও ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ। অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল যাদবপুর। আপাতত বিশ্ববিদ্যালয়েই ঢুকতে পারবেন না আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক।

  কনক সরকারের নতুন নতুন কীর্তি সামনে আসছে।   সোশ্যাল মিডিয়াতেই শুধু নয়।  ক্লাসেও ছাত্রীদের  সঙ্গে অশালীন আচরণ করেন কনক সরকার। মঙ্গলবারই  অভিযোগ জমা দেন আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগের ছাত্রীরা। নড়েচড়ে বসে  স্টুডেন্ট-টিচার্স কমিটি। তিনঘণ্টার বৈঠকে  কমিটি একগুচ্ছ সুপারিশ করে।

আরও পড়ুন: মহিলাদের সঙ্গে অশালীন মন্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের

বলা হয়,

 কনক সরকার  ক্লাস নেওয়ার উপযুক্ত নন

 তদন্ত করুক বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটি ICC

 রিপোর্ট জমা না পড়া পর্যন্ত কনক সরকার  ক্লাস নিতে পারবেন না

দরকারে  বহিষ্কারের সুপারিশ

ডিপার্টমেন্টে এইমর্মে নোটিসও ঝুলিয়ে দেওয়া হয়।  বৈঠকের সুপারিশ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান ছাত্র-শিক্ষক কমিটির সদস্যরা। ছাত্রীদের সঙ্গে   কথা বলেন উপাচার্য। তারপরই, কনক সরকারের  ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

সব অভিযোগের তদন্ত করবে  শৃঙ্খলা বিষয়ক কমিটি ICC।  তারসঙ্গে যোগ হবে  জাতীয় ও রাজ্য মহিলা কমিশনের তদন্ত রিপোর্ট । সবমিলিয়ে নির্ধারিত হবে কনকের ভবিষ্যত।

.