SSC Case: ফের তলব এসএসসি চেয়ারম্যানকে, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ আদালতে

২০১৬ সালে নবম-দশম শ্রেণির ভূগোল বিষয়ক শিক্ষক নিয়োগ করা হয়েছে।  তন্ময় সিনহা সহ অন্যান্য মামলাকারীদের অভিযোগ তাদের তুলনায় কম নম্বর পাওয়া প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

Updated By: Jun 22, 2022, 02:40 PM IST
SSC Case: ফের তলব এসএসসি চেয়ারম্যানকে, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ আদালতে

অর্নবাংশু নিয়োগী: আদালতের নির্দেশ অমান্য করায় ফের তলব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। আগামীকাল সকাল সাড়ে দশটায় সিদ্ধার্থ মজুমদারকে আদালতে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। 

আদালতের বক্তব্য নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগই শুধু নয় দুর্নিতি হয়েছে এই কথা আদালতে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। তারপরেও কেন আদালতে নথি পেশ করতে পারলনা তাঁরা। সেই প্রশ্নের জবাব চাইতেই তলব করা হয়েছে চেয়ারম্যানকে। 

২০১৬ সালে নবম-দশম শ্রেণির ভূগোল বিষয়ক শিক্ষক নিয়োগ করা হয়েছে।  তন্ময় সিনহা সহ অন্যান্য মামলাকারীদের অভিযোগ তাদের তুলনায় কম নম্বর পাওয়া প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

আবেদনকারীদের দেওয়া নথি দেখার পরে গত ৭ জুন এসএসসি-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও এসএসসি-র তরফে জানাও হয় এই সংক্রান্ত কোনও তথ্য তাদের হাতে নেই। তারা আরও জানায় যে সিবিআই হেফাজতে রয়েছে সার্ভার রুম। তাই তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। 

আরও পড়ুন: North America Bengali Conference: রাজ্যের কন্যাশ্রী, সবুজশ্রী, দুর্গাপুজোর কার্নিভ্যালের 'মেলা' এবার লাস ভেগাসে!

যদিও এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত। সেই কারনেই তলব করা হয়েছে চেয়ারম্যানকে। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগের মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.