অম্বিকেশ মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল পূর্ব যাদবপুর থানা

অম্বিকেশ মহাপাত্র মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল পূর্ব যাদবপুর থানা। ওই ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টও জমা পড়েছে আদালতে। ব্যাঙ্গচিত্রকাণ্ডে গ্রেফতার হওয়া অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল মানবাধিকার কমিশন।

Updated By: Feb 27, 2014, 07:27 PM IST

অম্বিকেশ মহাপাত্র মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল পূর্ব যাদবপুর থানা। ওই ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টও জমা পড়েছে আদালতে। ব্যাঙ্গচিত্রকাণ্ডে গ্রেফতার হওয়া অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল মানবাধিকার কমিশন।

ছ-সপ্তাহের মধ্যে রাজ্যকে এই টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। পূর্ব যাদবপুর থানার দুই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু রাজ্যের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অম্বিকেশ মহাপাত্রের মানবাধিকার লঙ্ঘিত হয়নি। তাই ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য নয় সরকার। রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন অম্বিকেশ মহাপাত্র। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

.