প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের, চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। রাজ্যের কাছে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব। কতজনকে চাকরির সুযোগ তার তালিকা চাইল সুপ্রিম কোর্ট।
অস্বস্তি বাড়ল রাজ্যের। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হলফনামায় নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক চলছেই।নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশিক্ষণ প্রাপ্তদের কতজন আবেদন করেছিলেন, ঠিক কতজন চাকরি পেয়েছেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী, সব তথ্য জানিয়ে তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত।
প্রাথমিকে চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রশিক্ষণ পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ।
রাজ্য সরকার হলফনামা পেশের দু সপ্তাহের মধ্যে আবেদনকারীদের তরফেও হলফনামা দেওয়া হবে। মাঝের এই ছ-সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের পক্ষে এগোনো সম্ভব নয়। এমনটাই মনে করছেন আবেদনকারীদের আইনজীবী। ছ-সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করবে সুপ্রিম কোর্ট।