তপসিয়ার রবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমেষে ছাই সর্বস্ব

দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসল তপসিয়ার হাওয়াই চটি কারখানার আগুন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ তপসিয়া রোডে ওই  কারখানায় আগুন লাগে বলে জানা গিয়েছে। রবারের মতো দাহ্য পদার্থ মজুত থাকায়  মুহূর্তে জ্বলে ওঠে আগুন এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ছয়টি ইঞ্জিন যায়।

Updated By: Apr 3, 2021, 09:33 AM IST
তপসিয়ার রবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমেষে ছাই সর্বস্ব

নিজস্ব প্রতিবেদন: দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসল তপসিয়ার হাওয়াই চটি কারখানার আগুন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ তপসিয়া রোডে ওই  কারখানায় আগুন লাগে বলে জানা গিয়েছে। রবারের মতো দাহ্য পদার্থ মজুত থাকায়  মুহূর্তে জ্বলে ওঠে আগুন এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ছয়টি ইঞ্জিন যায়।

কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। সংলগ্ন অঞ্চলের আকাশ সঙ্গে সঙ্গেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই কারখানার আশেপাশে বেশ কিছু কারখানা রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে যাওয়া হয়। তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান রবার কাটিং-এর পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল।

আরও পড়ুন: দফায় দফায় সংঘর্ষ বাঁকুড়ায়, টাঙ্গির কোপে জখম BJP কর্মী, অভিযোগ TMCর বিরুদ্ধে

.