বৃষ্টির আশঙ্কার মধ্যেই বাড়ল কলকাতার তাপমাত্রা

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Feb 9, 2019, 01:51 PM IST
বৃষ্টির আশঙ্কার মধ্যেই বাড়ল কলকাতার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন: কলকাতার পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবারের চেয়ে তাপমাত্রা বাড়ল আরও দু'ডিগ্রি। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মিলেনিয়াম পার্কে কলকাতা পুলিসের মহিলা কর্মীকে কামড়ে দিল যুবক

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। কিন্তু শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

এদিকে পশ্চিমঝঞ্ঝার জেরে এদিন দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সিকিমে ফের বরফ পড়ার সম্ভাবনা।

আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে অটোচালকদের তাণ্ডব, রাস্তায় ফেলে বেধড়ক মার তথ্যপ্রযুক্তি কর্মীকে

অন্যদিকে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মূর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পর পর দুদিন তাপমাত্রা বাড়লেও রবিবার পারদ অনেকটাই কমতে পারে। কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।

.