রাজরোষে সিনেমা?

স্টার থিয়েটারে তিনকন্যা ছবির প্রদর্শন বন্ধ নিয়ে ঝড় উঠল বিতর্কের। সেন্সরের ছাড়পত্র সহ শুক্রবার মুক্তি পেলেও, স্টার থিয়েটারে দেখানো হচ্ছে না ফিল্মটি। পরিচালকের দাবি, স্টার থিয়েটার কর্তৃপক্ষই তাঁকে জানিয়েছেন, ওই হলে ওই ফিল্ম দেখানো হবে না। কারণ ফিল্মে এমন কিছু দৃশ্য রয়েছে, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অন্যদিকে, সরকারের দাবি  ফিল্ম বন্ধের পিছনে তাদের কোনও হাত নেই। দাবি ও পাল্টার দাবির এই টানাপোড়েনে উঠছে প্রশ্ন, ফিল্মের প্রদর্শন বন্ধ হল কেন।

Updated By: Nov 3, 2012, 01:14 PM IST

স্টার থিয়েটারে তিনকন্যা ছবির প্রদর্শন বন্ধ নিয়ে ঝড় উঠল বিতর্কের। সেন্সরের ছাড়পত্র সহ শুক্রবার মুক্তি পেলেও, স্টার থিয়েটারে দেখানো হচ্ছে না ফিল্মটি। পরিচালকের দাবি, স্টার থিয়েটার কর্তৃপক্ষই তাঁকে জানিয়েছেন, ওই হলে ওই ফিল্ম দেখানো হবে না। কারণ ফিল্মে এমন কিছু দৃশ্য রয়েছে, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অন্যদিকে, সরকারের দাবি  ফিল্ম বন্ধের পিছনে তাদের কোনও হাত নেই। দাবি ও পাল্টার দাবির এই টানাপোড়েনে উঠছে প্রশ্ন, ফিল্মের প্রদর্শন বন্ধ হল কেন।
তিনটি মেয়ের জীবন নিয়ে তৈরি ছবি তিনকন্যা। সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে ফিল্মটি শুক্রবারই মুক্তি পেয়েছে প্রিয়া সিনেমা হলে। রবিরার থেকে স্টার থিয়েটারে চলার কথা ফিল্মটির। কিন্তু, শনিবার সকালে পরিচালক অভিযোগ করলেন, স্টার থিয়েটার কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন ফিল্মে পার্ক স্ট্রিট কাণ্ডের আদলে এমন দৃশ্য আছে যা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। সেজন্য পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই সিনেমা হলে ফিল্মটি দেখানো হবে না।
স্টার থিয়েটারে গিয়েও দেখা যায় ফিল্মের টিকিট বিক্রি বন্ধ। 
যদিও ফিল্মের পোস্টারে তখনও হলের তালিকায় স্টার থিয়েটারের নাম জ্বলজ্বল করছিল। এইভাবে ছবি প্রদর্শন বন্ধের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যজুড়ে। শনিবার বিকেলে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন স্টার থিয়েটারে ফিল্মটির  প্রদর্শন বন্ধের পিছনে সরকারের কোনও ভূমিকা নেই। তিনি বলেন, স্টার থিয়েটার কলকাতা পুরসভার হল হলেও একটি বেসরকারি সংস্থাকে তা লিজে দেওয়া আছে। ফলে কী চলবে, কী চলবে না তা ঠিক করে ওই বেসরকারি সংস্থা। এর সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই।
স্বরাষ্ট্রসচিবের এই বক্তব্যের পর পাল্টা বিবৃতি দেন ছবির পরিচালক। তিনি ফের জানান, স্টার থিয়েটার কর্তৃপক্ষের তরফেই তাঁকে ফিল্মটির প্রদর্শন বন্ধের কথা জানানো হয়েছিল।
সরকার বলছে ফিল্মটির প্রদর্শনে তারা বাধা দেয়নি। অন্যদিকে পরিচালকের দাবি স্টার থিয়েটার কর্তৃপক্ষের তরফেই ফোন করে তাঁকে ফিল্মের প্রদর্শন বন্ধের কথা বলা হয়েছে। স্টার থিয়েটারের শনিবার সন্ধে পর্যন্ত ছবিটির কোনও টিকিট বিক্রি হতে দেখা যায়নি। রবিবার থেকে শো শুরুর কথা থাকলে সচরাচর শনিবার সন্ধেতেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে যায়।

.