মৌণ মিছিলে শিক্ষকেরা
ঘোষিত বেতন, সপ্তাহে ৫ দিন কাজের সুযোগ সহ একগুচ্ছ দাবিতে, শুক্রবার কলকাতায় মৌনমিছিল করলেন একটি শিক্ষক সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় আংশিক সময়ের অধ্যাপক সমিতির সদস্যেদের মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে।
ঘোষিত বেতন, সপ্তাহে ৫ দিন কাজের সুযোগ সহ একগুচ্ছ দাবিতে, শুক্রবার কলকাতায় মৌনমিছিল করলেন একটি শিক্ষক সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় আংশিক সময়ের অধ্যাপক সমিতির সদস্যেদের মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে। অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিলে হাঁটেন। পরে মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা দেন তাঁরা। রাজ্যের কলেজে কলেজে আংশিক সময়ের শিক্ষকরা দীর্ঘ কয়েক মাস যাবত বেতন পাচ্ছেন না বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাঁদের বক্তব্য, এর জেরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। নতুন সরকার যে ইউনিভার্সিটি অর্ডিনান্স জারি করেছে, তাতেও আংশিক সময়ের অধ্যাপক-অধ্যাপিকাদের প্রতিনিধিত্বের কোনও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। আগামী একমাসের মধ্যে মুখ্যমন্ত্রী এবিষয়ে কোনও ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।