রাজ্যপালের দ্বারস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন
ডান-বাম সব মহল থেকে উচ্চশিক্ষা সংক্রান্ত অর্ডিনান্সের বিরুদ্ধে প্রতিবাদ ওঠার পর অবশেষে অভিযোগ শোনার জন্য সময় দিলেন রাজ্যপাল। অর্ডিনান্সের বিরোধিতা ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে আজ রাজ্যপালের কাছে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, কুটার সদস্যরা।
ডান-বাম সব মহল থেকে উচ্চশিক্ষা সংক্রান্ত অর্ডিনান্সের বিরুদ্ধে প্রতিবাদ ওঠার পর অবশেষে অভিযোগ শোনার জন্য সময় দিলেন রাজ্যপাল। অর্ডিনান্সের বিরোধিতা ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে আজ রাজ্যপালের কাছে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, কুটার সদস্যরা। অর্ডিনান্স জারি না হওয়া পর্যন্ত রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধের অঘোষিত নির্দেশ দেন রাজ্যপাল। এ নিয়ে, গত অগস্টেই শিক্ষকরা তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও তখন সময় দেননি তিনি। অর্ডিনান্স জারি হওয়ার পর ডান-বাম সব মহল থেকেই অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের কোর্ট-কাউন্সিল-সেনেটে ছাত্র ও অশিক্ষক কর্মীদের প্রতিনিধিত্ব তুলে দেওয়ার প্রতিবাদে সরব হন তাঁরা। রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর অবশেষে শিক্ষকদের বক্তব্য শুনতে রাজি হন রাজ্যপাল।