কাল থেকে অনির্দিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘট, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
ফের শহরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। কাল থেকে ফের অনির্দিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে ছটি বাম শ্রমিক সংগঠন।উনিশ তারিখ বাস মিনিবাস অটো মিনিডোর ম্যাটাডোর সহ সমস্ত বেসরকারি পরিবহণে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। এর জেরে আবারও বড়সড় পরিবহণ ভোগান্তির মুখে পড়তে চলছেন শহরবাসী।
কলকাতা: ফের শহরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। কাল থেকে ফের অনির্দিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে ছটি বাম শ্রমিক সংগঠন।উনিশ তারিখ বাস মিনিবাস অটো মিনিডোর ম্যাটাডোর সহ সমস্ত বেসরকারি পরিবহণে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। এর জেরে আবারও বড়সড় পরিবহণ ভোগান্তির মুখে পড়তে চলছেন শহরবাসী।
ফের অর্নিদিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘটের পথে ট্যাক্সিচালকেরা। গত দুমাস ধরে রাজ্য সরকারের সঙ্গে রীতিমত সম্মুখ সমরে নেমেছেন ট্যাক্সি চালকরা। কখনও ঘোষিত, কখনও অঘোষিত ধর্মঘট, মিটিং, মিছিল, বিক্ষোভ। ট্যাক্সি চালক ইউনিয়নের নেতাদের সঙ্গে পরিবহণমন্ত্রী নিজে বৈঠকে বসেছেন একাধিকবার। কিন্তু সমস্যা বেড়েছে বই কমেনি। বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাক্সিচালকরা।
কী দাবি ট্যাক্সি চালকদের?
ট্যাক্সি চালকদের দাবি
১.রিফিউসালের জরিমানা তিনহাজার টাকা থেকে কমিয়ে একশ টাকা করতে হবে
২.ভাড়া বৃদ্ধি করতে হবে
৩. জামিনে মুক্ত ট্যাক্সি চালকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে
ধর্মঘট কোনওভাবেই বরদাস্ত করা হবেনা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
শুক্রবার বেসরকারি পরিবহণ ধর্মঘটে জেরে আবারও অচল হতে পারে শহর। ধর্মঘটে সামিল হচ্ছে ট্যাক্সি, বাস, মিনিবাস, অটো, ম্যাটাডর ও মিনিডোর। সরকার এবং আন্দোলনকারী, দুই শিবিরই নিজেদের দাবিতে অনড় থাকায় পুজোর আগে পরিবহণ ধর্মঘটের জেরে ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সেই যাত্রীরাই।