কর ছাড়া পুজোর কলকাতার অস্থায়ী বিজ্ঞাপনী হেডিং, পুরসভার ক্ষতি কোটি টাকা
পুজোর কলকাতায় বিজ্ঞাপনের অস্থায়ী হোর্ডিং লাগালে পুরসভাকে দিতে হবে না কোনও কর। পুজোর আগেই কর মকুবের এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। পুজো কমিটিগুলিকে বাড়তি সুবিধা দিতেই এই খয়রাতির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পুজো মিটতেই দেখা গেল খয়রাতির বড়সড় খেসারত দিতে হয়েছে পুরসভাকে। কর মকুবের জেরে শুধুমাত্র পুজোর চার দিনে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে কলকাতা পুরসভার।
পুজোর কলকাতায় বিজ্ঞাপনের অস্থায়ী হোর্ডিং লাগালে পুরসভাকে দিতে হবে না কোনও কর। পুজোর আগেই কর মকুবের এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। পুজো কমিটিগুলিকে বাড়তি সুবিধা দিতেই এই খয়রাতির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পুজো মিটতেই দেখা গেল খয়রাতির বড়সড় খেসারত দিতে হয়েছে পুরসভাকে। কর মকুবের জেরে শুধুমাত্র পুজোর চার দিনে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে কলকাতা পুরসভার।
কলকাতার প্রায় সব বড় পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শাসক দলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়কের নাম। ভিড়ের নিরিখে এগিয়ে থাকা এই সব পুজোর পেছনে টাকার থলি নিয়ে ছোটেন বিজ্ঞাপন দাতারাও। কারণ একটাই, এই পুজো গুলির আশপাশে বিজ্ঞাপনের হোর্ডিং লাগালে নিজের পণ্যের প্রচারটা ভালোভাবে করা যায়। আগে পুজোর সময় রাস্তায় অস্থায়ীভাবে বিজ্ঞাপনের হোডিং, ব্যানার বা গেট বসাতে হলে কলকাতা পুরসভাকে কর দিতে হত।
পরিস্থিতির বদল হয় গত বছর থেকে। গত পুজোয় আংশিকভাবে এই কর মকুবের রাস্তায় হেঁটেছিল কলকাতা পুরসভা। কিন্তু তাতেও পুরসভা লাভের মুখ দেখেছিল । এবার উলটপুরাণ। বাজেটের সঙ্কটে পড়া পুজো কমিটিগুলিকে সুবিধা করে দিতে বিজ্ঞাপন কর মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই কার্যত বুমেরাং হল। কলকাতার হেভিওয়েট পুজো কমিটিগুলিও বিজ্ঞাপন কর মকুবের জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। শেষমেশ পুরোপুরি বিজ্ঞাপন কর মকুবের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুরসভা। নিট ফল, শুধুমাত্র পুজোর চারদিনে কর বাবদ পুরসভার ক্ষতির পরিমান এক কোটি টাকারও বেশি।
কলকাতা পুরসভাকে রাজস্ব হারাতে হলেও বহু ক্ষেত্রেই পুজো কমিটি গুলি বিজ্ঞাপনদাতাদের থেকে ভাল রকমই আয় করেছে। তাহলে কেন, দেওয়া হল এই বাড়তি সুবিধা? জবাব নেই পুরকর্তাদের কাছে।