`সেমসাইড` হামলায় ফের বিতর্কে তৃণমূলের তারক দাস

যাদবপুরের তৃণমূল কর্মী তারক দাসের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ। এবার অভিযোগটা করলেন খোদ দলীয় কর্মীরাই। গতকাল রাতে সাসপেন্ড হওয়া পুলিসকর্মী তারক দাসের বিরুদ্ধে চার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দায়ের হয় পাটুলি থানায়। আজ ফের আক্রান্তদের বাড়িতে চড়াও হয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য শাঁসানি এবং হুমকি দেয় তারক ও তার বাহিনী।

Updated By: Feb 2, 2014, 11:10 PM IST

যাদবপুরের তৃণমূল কর্মী তারক দাসের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ। এবার অভিযোগটা করলেন খোদ দলীয় কর্মীরাই। গতকাল রাতে সাসপেন্ড হওয়া পুলিসকর্মী তারক দাসের বিরুদ্ধে চার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দায়ের হয় পাটুলি থানায়। আজ ফের আক্রান্তদের বাড়িতে চড়াও হয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য শাঁসানি এবং হুমকি দেয় তারক ও তার বাহিনী।

ফের খবরের শিরোনামে যাদবপুরের তৃণমূল কর্মী তারক দাস। এবার অবশ্য সিপিআইএম কর্মীদের নয় খোদ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সাসপেন্ড হওয়া এই পুলিসকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই পাটুলি থানায় তারক দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন
সুমন দে, সন্দীপ দাস, সুদীপ পাল এবং বাবাই দাস নামে চার তৃণমূল কর্মী।

থানায় অভিযোগ দায়ের হওয়ায় দমে না গিয়ে রবিবার সকালে আক্রান্তদের বাড়িতে চড়াও হয় তারক দাস ও তার বাহিনী। অভিযোগ তুলে নেওয়ার জন্য চলে অভিযোগ এবং শাঁসানি। এমনকী নতুন করে এফআইআর করতে গেলে বাধা দেওয়া হয় বলেও
অভিযোগ।

তারক দাসের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং মারধরের মামলা রজু করেছে পুলিস। বেআইনি প্রমোটারি, জলা ভরাটসহ একাধিক অভিযোগ রয়েছে তারক দাসের বিরুদ্ধে। এইসব কাজের বিরোধিতা করায় নিজের দলের লোকেদের ওপর হামলা চালিয়েছে তারক দাসের দলবল। এমনই অভিযোগ, আক্রান্তদের।

.