বিপজ্জনক টালা ব্রিজ, ভেঙে ফেলার সুপারিশ ব্রিজ বিশেষজ্ঞের রিপোর্টে

ব্রিজ থাকবে নাকি ভেঙে ফেলা হবে তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবারের বৈঠকেই।  

Updated By: Oct 9, 2019, 01:59 PM IST
বিপজ্জনক টালা ব্রিজ, ভেঙে ফেলার সুপারিশ ব্রিজ বিশেষজ্ঞের রিপোর্টে

নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন শহরবাসী। পুজোর দিনগুলোতেও মেলেনি রেহাই। তবে পুজো কাটতেই ফের তৎপর প্রশাসন। টালা ব্রিজ নিয়ে আজ নবান্নে মুখ্যসচিবের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিলেন ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না। আগামী শনিবার ব্রিজ নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবে সব পক্ষই। ব্রিজ থাকবে নাকি ভেঙে ফেলা হবে তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই বৈঠকেই। 

পঞ্চমীর দিন টালা ব্রিজ পরিদর্শন করেন ভি কে রায়না। সেদিনই তিনি একটি মৌখিক রিপোর্ট দিয়েছিলেন পূর্ত দফতরকে। এরপর পুজো শেষ হতেই তাঁর লিখিত রিপোর্ট জমা পড়ল নবান্নে। সূত্রের খবর, টালা ব্রিজের বর্তমান অবস্থা যে বিপজ্জনক তারই উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি ব্রিজটি ভেঙে নতুন করে র্নিমাণেরই সুপারিশ দেওয়া হয়েছে রিপোর্টে। ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে। আজ সংশ্লিষ্ট মহলকে নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব। এরপর আগামী শনিবারের বৈঠকেই টালা ব্রিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

আরও পড়ুন: পুজোর শেষে মুখ ভার আকাশের, বুধবার ভোর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি

Tags:
.