Domkal Blast: কীভাবে বিস্ফোরণ ডোমকলে? NIA তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুর

মাঠে বসে বোমা বাঁধতে গিয়ে কি বিস্ফোরণ? প্রাণ গেল এক যুবকের। আহত আরও ১।

Updated By: Jul 5, 2022, 08:48 PM IST
Domkal Blast: কীভাবে বিস্ফোরণ ডোমকলে? NIA তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুর

প্রবীর চক্রবর্তী: মুর্শিদাবাদের ডোমকলে কীভাবে বিস্ফোরণ ঘটল? NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে বীরভূমের জিলেটি স্টিক উদ্ধার ও পাণ্ডবেশ্বরের বিস্ফোরণ ঘটনারও উল্লেখ করেছেন তিনি।

ঘটনা সূত্রপাত সোমবার রাতে। ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে বঘারপুর রমানা এলাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রাণ হারান সিরাজুল শেখ নামে এক যুবক। গুরুতর আহত হন তাঁর সঙ্গী নাজিবুল শেখ। কীভাবে বিস্ফোরণ ঘটল? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে মাঠে বসে বোমা বাঁধছিলেন বেশ কয়েকজন। তখনই আচমকাই বিস্ফোরণ ঘটে! ঘটনাস্থল থেকে ৩ বোমা উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন: Rail News: চাকা থেকে বের হচ্ছিল ধোঁয়া, গেটম্যানের তত্পরতায় রক্ষা পদতিক এক্সপ্রেসের

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। CPM-র ডোমকল এরিয়ার কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবি, বোমা বাঁধতে গিয়ে যাঁরা মারা গিয়েছেন ও আহত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপিও। ডোমকলের তৃণমল বিধায়ক জাফিকুল ইসলামের পাল্টা দাবি, 'জমির দখলদারিতে দুপক্ষের বিবাদকে স্রেফ রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে বিরোধীরা। ডোমকল শান্তিতে আছে'। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

আরও পড়ুন: Rare Twins: জোড়া জরায়ুতে যমজ সন্তান! বিশ্বে বিরলতম অস্ত্রোপচারে সাফল্য শান্তিপুরের হাসপাতালে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.