Suvendu Adhikari: 'আবার হারাব', ছাব্বিশের বিধানসভা ভোটে ফের মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু!
আরজি করকাণ্ডে আন্দোলন ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ', স্লোগান তুলেছে গেরুয়াশিবির। স্রেফ শ্যামবাজারে ধরনা নয়, আজ বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযান করলেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা। এই পরিস্থিতিতে ২০২৬- এ বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন শুভেন্দু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমি আবার হারাব'। আরজি করকাণ্ডে আবহে ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। বললেন, 'এর পরে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলব, নাড্ডাজিকে বলব, যদি সভাপতি থাকেন, বা অন্য যে থাকবে, আমাকে ওখান থেকে লড়ান'।
আরও পড়ুন: RG Kar Incident: আরজি কর কাণ্ডে প্রতিবাদে বিজেপি-এর স্বাস্থ্যভবন অভিযান, আটক শুভেন্দু-শমীক!
আরজি করকাণ্ডে আন্দোলন ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ', স্লোগান তুলেছে গেরুয়াশিবির। স্রেফ শ্যামবাজারে ধরনা নয়, আজ বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযান করলেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা। এই পরিস্থিতিতে ২০২৬- এ বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন শুভেন্দু।
তখন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। একুশের বিধানসভা ভোটে তাঁর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে ভোটে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়।
ভোটগণনার দিন ছিল টানটান উত্তেজনা। কখনও এগিয়ে ছিলেন শুভেন্দু, তো কখনও মমতা। সংবাদ সংস্থা এএনআই দাবি করে, ১২০০-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায়, তৃণমূল নেত্রী জেতেননি। ১৯৫৬ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। গণনায় কারচুপির অভিযোগে এখন মামলা চলছে হাইকোর্টে।
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী পাল্টা কটাক্ষ, 'গত লোকসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী গলা উঁচিয়ে বসেছিল, আক্কিবার ৩০ পার। প্রথমে বলেছিল ৩৫, তারপর ৩০। তারপর শুভেন্দুর হাতে থাকা বিজেপির আমলে, ১৮ সাংসদের বিজেপি ১২-তে নেমে গেল। শুভেন্দু ভালোমতে জানে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগে যে গুরুত্ব দিত, এখন সেই কেন্দ্রীয় নেতৃত্ব ঘরে ঢুকতে দিচ্ছে না কার্যত। আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন কিনা, সন্দেহ রয়েছে। এখন এইসব হাওয়া গরম কথার্বাতা বলে বাজারে ভেসে থাকার চেষ্টা করছে। পরেরবার জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরাজয় অবশ্যম্ভাবী'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)