MLA পদ খারিজের শুনানিতে গরহাজির Mukul; আগামী সপ্তাহে হাইকোর্টে যাচ্ছি: Suvendu

স্পিকারকে চিঠি দিয়ে সময় চাইলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক।

Updated By: Aug 17, 2021, 06:53 PM IST
MLA পদ খারিজের শুনানিতে গরহাজির Mukul; আগামী সপ্তাহে হাইকোর্টে যাচ্ছি: Suvendu

নিজস্ব প্রতিবেদন: বিধায়ক পদ খারিজ মামলার তৃতীয় শুনানিতে হাজিরা এড়ালেন। স্পিকারকে চিঠি দিয়ে যখন একমাস সময় চাইলেন মুকুল রায়, তখন দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মুকুল রায় কোন দলের বিধায়ক স্পষ্ট করুন। সেটা স্পষ্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি'। পাল্টা টুইট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। মুকুল রায়ের বিধায়ক খারিজ করতে উঠেপড়ে লেগেছে গেরুয়াশিবির। দ্বিতীয় দফায় ইতিমধ্যেই শুনানিও হয়েছে বিধানসভায়। এদিন বিধানসভায় স্পিকারের কাছে হাজিরা এড়ালেন মুকুল রায়। স্পিকারকে চিঠি দিয়ে জানালেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। সেকারণে আরও একমাস সময় দেওয়া হোক। ১৫ সেপ্টেম্বর ফের শুনানি হবে।

আরও পড়ুন: Shahid Samman Yatra: 'ক্ষমতার অহংকারে ভুগছে তৃণমূল', কর্মসূচি আটকানোয় তোপ Dilip-এর

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'আবেদনটি ত্রুটিপূর্ণ। বয়স ও তারিখ কোনওটাই উল্লেখ নেই। নিজেকে অসুস্থ বলে ঘোষণা করেছেন। বলেছেন, ১২ অগাস্ট নোটিশ পেয়েছি। উত্তর দিতে পারছি না। আমরা আপত্তি করেছিলাম। কিন্তু অধ্য়ক্ষ আবেদনটি গ্রহণ করেছেন'। তাঁর আরও বক্তব্য, 'আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে, দলত্যাগ বিরোধী আইনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিধায়ক পদ খারিজের বিষয়টি বলা আছে। আগামী সপ্তাহে আমরা হাইকোর্টে যাচ্ছি। গত দশ বছরে, বর্তমান অধ্যক্ষের সময়কালে বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে একাধিকবার শুনানি হয়েছে। দ্রুত দলত্যাগ বিরোধী আইন কার্যকর অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যক্ষের ফলাফল ঘোষণা, এই দুটি দাবিতেই হাইকোর্টে যাচ্ছি'। পাল্টা টুইট করেছেন কুণাল ঘোষ।

 

এদিকে পিএসি বির্তকে আবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলায় ইতিমধ্যেই আদালতে হলফনামা জমা দিয়েছেন বিধানসভার স্পিকার। হলফনামায় বলেছেন,  'মামলাটি গ্রহণযোগ্য নয়'। মুকুল রায়ের কাছেও হলফনামা তলব করেছেন বিচারপতি।  মামলাটির পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.