কপ্টারে Amit Shah, সহযাত্রী Suvendu, শনিবারের বারবেলায় মেগা যোগদান

 শনিবারেই সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে বলে সূত্রের খবর

Updated By: Dec 18, 2020, 08:29 PM IST
কপ্টারে Amit Shah, সহযাত্রী Suvendu, শনিবারের বারবেলায় মেগা যোগদান

নিজস্ব প্রতিবেদন: শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগদান পাকা। অমিত শাহের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন সদ্য প্রাক্তন তৃণমূল নেতা। সূত্রের খবর, শাহের সঙ্গে একই চপারে নামবেন শুভেন্দু। ওই সভাতেই শুভেন্দুর সঙ্গে ১০ জন বিধায়ক যোগ দেবেন বলে দাবি শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রের।  

দল ছেড়েছেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগদান এখন নাকি সময়ের অপেক্ষা! শনিবারেই সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে বলে সূত্রের খবর। বর্তমানে দিল্লিতে রয়েছেন শুভেন্দু। মেদিনীপুর কলেজ মাঠে সভা রয়েছে অমিত শাহের (Amit Shah)। সূত্রের খবর, কপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযাত্রী হবেন শুভেন্দু অধিকারী। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক শনিবার দল ছাড়বেন। হাতে তুলে নেবেন পদ্মপতাকা।

বৃহস্পতিবার বিধানসভায় স্পিকারের সচিবালয়ে ইস্তফাপত্র দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ইমেলেও পাঠান। তবে শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে এ দিন জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'আমি সন্তুষ্ট না হলে ইস্তফা গ্রহণ করতে পারব না। ভারতীয় সংবিধান ও পশ্চিমবঙ্গের বিধানসভার নিয়ম পর্যালোচনা করে দেখেছি, এক জন সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের সামনে হাজির হতে হয়। তাছাড়া ইমেল পাঠানো ইস্তফাপত্রে তারিখ উল্লেখ ছিল। চিঠিতে কোনও তারিখ নেই। আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়।' আগামী সোমবার দুপুর ২টোয় শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছেন তিনি। সশরীরে বিধানসভায় হাজির হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- 'বাংলায় গণতন্ত্র থাকবে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন' : Mukul Roy

                    

  

.