কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকছেন Suvendu-ই, হাইকোর্টের নির্দেশে বাতিল অনাস্থা বৈঠক
কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co-Operative Bank) চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে (Suvendu Adhikari) সরাতে বৈঠক ডেকেছিলেন পরিচালন বোর্ডে থাকা কয়েকজন পরিচালক।
নিজস্ব প্রতিবেদন: কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co-Operative Bank) মামলায় আপাতত স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চেয়ারম্যান পদে থাকছেন বিরোধী দলনেতাই। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য যে বৈঠক ডাকা হয়েছিল সোমবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন বিচারপতি শম্পা সরকার জানান, বৈঠক ডাকায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। ফলত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আপাতত বহাল থাকছেন শুভেন্দুই।
কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co-Operative Bank) চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে (Suvendu Adhikari) সরাতে বৈঠক ডেকেছিলেন পরিচালন বোর্ডে থাকা কয়েকজন পরিচালক। মঙ্গলবার ওই বৈঠকটি হওয়ার কথা ছিল। বৈঠক নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী একটি মামলার উল্লেখ করে আবেদনে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে কীভাবে ওই বৈঠক ডাকা হয়েছে। এ দিন বিচারপতি শম্পা সরকার জানিয়ে দেন, চেয়ারম্যানের অপসারণ চেয়ে এই ধরনের বৈঠক ডাকা যায় না। নির্দিষ্ট কারণ উল্লেখ থাকতে হয়। তথ্য-প্রমাণও থাকা দরকার। এক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। এর পরই বৈঠক বাতিলের নির্দেশ দেন বিচারপতি সরকার।
এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের (Suvendu Adhikari) বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। গত মাসে রাজ্য সরকারের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ককে নিয়মিত অডিটের রিপোর্ট পাঠায় ব্যাঙ্ক। কোনও আর্থিক গরমিলের প্রমাণ মেলেনি। ফলে এখনই স্পেশাল অডিটের দরকার নেই। ফলে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে জোড়া স্বস্তি পেলেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- ত্রিপুরায় বিকল্প TMC-ই, CPM ও Congress নেতা-কর্মীদের আসার আহ্বান Abhishek-র