প্রকৃত বিকল্প হতে পারে একমাত্র বামেরাই: ২৪ ঘণ্টার স্টুডিওতে সূর্যকান্ত মিশ্র

মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কংগ্রেসের সঙ্গে, কখনও আবার বিজেপির সঙ্গে গেছেন। এটাই ইতিহাস। কংগ্রেস, বিজেপিকে ঠেকানো তাঁর পক্ষে সম্ভব নয়। দেশজুড়ে কংগ্রেস ও বিজেপির প্রকৃত বিকল্প হতে পারে একমাত্র বামেরাই। কারণ বামেরাই ধারাবাহিক ভাবে উদার নীতি ও দুর্নীতির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। ২৪ ঘণ্টার স্টুডিওয় বললেন সূর্যকান্ত মিশ্র।

Updated By: Mar 30, 2014, 10:30 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কংগ্রেসের সঙ্গে, কখনও আবার বিজেপির সঙ্গে গেছেন। এটাই ইতিহাস। কংগ্রেস, বিজেপিকে ঠেকানো তাঁর পক্ষে সম্ভব নয়। দেশজুড়ে কংগ্রেস ও বিজেপির প্রকৃত বিকল্প হতে পারে একমাত্র বামেরাই। কারণ বামেরাই ধারাবাহিক ভাবে উদার নীতি ও দুর্নীতির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। ২৪ ঘণ্টার স্টুডিওয় বললেন সূর্যকান্ত মিশ্র।

এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দিয়েছেন কংগ্রেস ও বিজেপির শীর্ষনেতৃত্ব। দু-একটি আসন বাদ দিলে দুই দলের প্রার্থী তালিকা থেকেই এটা স্পষ্ট। আসলে ভোটের পর দুই দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পিছনের রাস্তা খুলে রেখেছে। রাস্তা খুলে রেখেছেন তৃণমূল নেত্রীও। গট আপ গেম খেলছেন তৃণমূল নেত্রীই। ২৪ ঘণ্টার স্টুডিওয় বললেন সূর্যকান্ত মিশ্র।

বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে চেপে জঙ্গলমহলে যেতেন। এখন যেতে হয় দুটি ডামি এবং আর দ্বিগুণ নিরাপত্তা নিয়ে। এর থকেই স্পষ্ট জঙ্গলমহলে কতটা শান্তি ফিরেছে। ২৪ ঘণ্টার স্টুডিওয় বললেন সূর্যকান্ত মিশ্র।

পাহাড়ে শান্তি ফেরানো নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত।২৪ ঘণ্টার স্টুডিওয় তিনি বলেন, নতুন সরকারের আমলে পৃথক গোর্খাল্যান্ডের দাবি চুক্তিতে মেনে নেওয়া হয়েছে। অথচ বাম সরকার পৃথক গোর্খাল্যান্ডের দাবি বাদ দিয়েই জিএনএলএফ-এর সঙ্গে চুক্তি করেছিল। তাঁর অভিযোগ, এখন আবার গোর্খাদের বিরুদ্ধে নানান জনজাতিকে উস্কে দিয়ে পাহাড়কে ভাগ করার খেলায় নেমেছেন মুখ্যমন্ত্রী।

পার্ক স্ট্রিট, কামদুনি, কাটোয়া, মধ্যমগ্রাম, রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। অথচ একটা ঘটনাতেও কেউ শাস্তি পায়নি। বহু মামলায় চার্জশিটই পেশ করা হয়নি। সব ঘটনায় জবাব এড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিতর্কেও তাঁকে পাওয়া যাচ্ছে না। আত্মবিশ্বাসের অভাব থেকেই তাঁর এই অবস্থান। রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর অবস্থান সম্পর্কে ২৪ ঘণ্টার স্টুডিওয় মন্তব্য সূর্যকান্ত মিশ্রের।

.