বর্ধমানে ছাত্রছাত্রীদের ওপর পুলিসের লাঠিচার্জের কড়া নিন্দা সূর্য মিশ্রের, প্রতিবাদে কলকাতায় মিছিল SFI-এর
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিসের লাঠিচার্জের কড়া নিন্দা করলেন সূর্যকান্ত মিশ্র। টুইটারে এক বার্তায় তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর পুলিস যেরকম নির্মমভাবে লাঠি চালিয়েছে, তার নিন্দার কোনও ভাষা নেই। অন্যদিকে ক্যাম্পাসের ভিতরে পুলিস ডেকে এনে উপাচার্য জেএনইউয়ের উপাচার্যের মতই কাজ করেছেন। পুলিস ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। আমরা ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবির পাশেই আছি। এই তৃণমূল সরকারকে উত্খাত করতে ঐক্যবদ্ধ হোন।
ওয়েব ডেস্ক: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিসের লাঠিচার্জের কড়া নিন্দা করলেন সূর্যকান্ত মিশ্র। টুইটারে এক বার্তায় তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর পুলিস যেরকম নির্মমভাবে লাঠি চালিয়েছে, তার নিন্দার কোনও ভাষা নেই। অন্যদিকে ক্যাম্পাসের ভিতরে পুলিস ডেকে এনে উপাচার্য জেএনইউয়ের উপাচার্যের মতই কাজ করেছেন। পুলিস ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। আমরা ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবির পাশেই আছি। এই তৃণমূল সরকারকে উত্খাত করতে ঐক্যবদ্ধ হোন।
The BU VC like hisJNUcounterpart calls Police in d campus.Police unleashed on d students.We stand by d just demand of d protesting students!
— Surjya Kanta Mishra (@SurjyaKMishra) February 23, 2016
ঘটনার প্রতিবাদে আজ বেলা দুটোয় শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মিছিল এবং মৌলালিতে পথ অবরোধের ডাক দিয়েছে SFI।