উন্নয়ন নয়, ক্ষমতায় টিকে থাকতে ব্যস্ত তৃণমূল : কবীর সুমন
নিজের দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ। এমনকি চলতি আর্থিক বর্ষে তিনি তাঁর সাংসদ তহবিলের একটি টাকাও হাতে পাননি বলে জানান সুমন।
নিজের দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ। দুহাজার নয় সাল থেকে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। অথচ চলতি আর্থিক বর্ষে তিনি তাঁর সাংসদ তহবিলের একটি টাকাও হাতে পাননি বলে জানান সুমন। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের উন্নয়নের পরিবর্তে ক্ষমতায় টিকে থাকা নিয়েই বেশি চিন্তিত। অসুস্থ অবস্থায় হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিলেন তিনি। কিন্তু তখনও রাজ্য সরকারের তরফে, দলের তরফে একজনও তাঁর কোনও খোঁজ নেয়নি বলে অভিযোগ ক্ষুব্ধ সাংসদের। কখনও মাওবাদীদের নিয়ে গান বেঁধে, কখনও কৃষক মৃত্যু নিয়ে সরব হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কবীর সুমন। দল যেন তাঁকে বহিষ্কার করে, একথা আগেও বলেছেন এই তৃণমূল সাংসদ। এবারও দলনেত্রীর কাছে তাঁর দাবি সেটাই। তবে কথায় কথায় আগের সরকারের কাজকর্মের সমালোচনা বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ।