ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা কবীর সুমনের
ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখার তীব্র সমালোচনা করলেন তাঁরই দলের সাংসদ কবীর সুমন। তাঁর মতে, আধুনিকতার জন্যে ধর্ষণের ঘটনা বাড়ছে বলা অর্থহীন। সেইসঙ্গে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা, পঞ্চায়েত নির্বাচন ও কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গেও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস সাংসদ।ভিও- বিভিন্ন ইস্যুতে বার বার মুখ খুলেছেন। দলের অস্বস্তি বাড়লেও নিজের অবস্থানে অনড় থেকেছেন। ব্যতিক্রম হলনা শনিবারও। শুক্রবারই বিধানসভায় রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যায় সব মহলেই বিতর্কের ঝড় ওঠে। শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হন কবীর সুমন।
ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখার তীব্র সমালোচনা করলেন তাঁরই দলের সাংসদ কবীর সুমন। তাঁর মতে, আধুনিকতার জন্যে ধর্ষণের ঘটনা বাড়ছে বলা অর্থহীন। সেইসঙ্গে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা, পঞ্চায়েত নির্বাচন ও কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গেও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস সাংসদ।ভিও- বিভিন্ন ইস্যুতে বার বার মুখ খুলেছেন। দলের অস্বস্তি বাড়লেও নিজের অবস্থানে অনড় থেকেছেন। ব্যতিক্রম হলনা শনিবারও। শুক্রবারই বিধানসভায় রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যায় সব মহলেই বিতর্কের ঝড় ওঠে। শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হন কবীর সুমন।
রাজ্যের অন্নুয়নের দায়টা প্রতিটি সভায় নিয়মকরে কেন্দ্রীয় সরকারের কাঁধে চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের টাকা না দেওয়ার প্রসঙ্গে দলনেত্রীর যুক্তি মানতে নারাজ কবীর সুমন।